পূর্বাহ্নে পদচিহ্ন
গল্পটা গত টার্ম ব্রেকের, ১-২ এর টার্ম ফাইনালের ল্যাঠা চুকিয়ে ভার্সিটি লাইফের প্রথম ট্যুর দিলাম। এর আগে কখনো বড় ট্যুর দেয়া হয় নাই লাইফে, এটাই প্রথম। আমাদের তেল খুউব বেশী হওয়ায় পিএলেই ট্যুর নিয়ে আয়োজন শুরু হল, বেশ বড়সড় করে। প্রথমে একটা পোল খুলে কে কোথায় যেতে চায়, কেমন বাজেট লাগবে ইত্যাদি নিয়ে সবশেষে ঠিক করা হলো যে আমরা সীতাকুন্ড ট্যুর দিব।